বুধবার | ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৬
শিরোনাম :
হুগলির প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ- ফারমাসেউটিক্যাল র এন্ড প্যাকেজিং ম্যটারিয়াল পদে চাকরির সুযোগ (পুরুষ) আকিজ রিসোর্স এ এ্যসিস্টেন্ট ম্যানেজার- ক্রিয়েটিভ ডিজাইনার (প্যাকেজিং) পদে চাকরি গার্মেন্টস পলির ব্যবহার করতোয়া প্লাস্টিক পাইপ এন্ড ফিটিংস কোম্পানীতে সেলস্ রিপ্রেজেনটেটিভ (এস.আর) পদে চাকরির সুযোগ জেনে নিন টেক্সটাইল সেক্টরে টেস্টিং এর ভূমিকা। আকিজ ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে এক্সিকিউটিভ, ফাংশনাল ফুড এন্ড বেভারেজ (আর এন ডি) পদে নিয়োগ প্যাকেজিং শিল্পের মান নিয়ন্ত্রণ কেনো প্রয়োজন? আসমা প্রিন্টিং এন্ড প্র্যাকেজিং এ জেনারেল ম্যানেজার পদে নিয়োগ ২০২৪-২০৩০ সালে আন্তর্জাতিক বাজারে প্লাস্টিক প্যাকেজিং এর বাজার কেমন হবে?
ঢাকা ইপিজেডে বিদেশি শিল্প প্রতিষ্ঠান অধিগ্রহণ করল লাবিব গ্রুপ

ঢাকা ইপিজেডে বিদেশি শিল্প প্রতিষ্ঠান অধিগ্রহণ করল লাবিব গ্রুপ

লাবিব গ্রুপ ঢাকা ইপিজেডে একটি বিদেশি শিল্প প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে।
টেক্সটাইল শিল্প ও ব্যবসার ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে, লাবিব গ্রুপ ঢাকা ইপিজেডে অবস্থিত একটি স্পিনিং মিল এবং ডাইং ফ্যাক্টরি অধিগ্রহণ করেছে। এই প্রতিষ্ঠানটির নাম কুং কেং টেক্সটাইল (বাংলাদেশ) কোং লিমিটেড, যা একটি তাইওয়ান ভিত্তিক বহুজাতিক কোম্পানি। প্রতিষ্ঠানটি গত ২৭ বছর ধরে ঢাকা ইপিজেডে সুনামের সঙ্গে টেক্সটাইল পণ্য উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে আসছে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান সিনথেটিক/এক্রিলিক স্পিনিং মিল ও ডাইং ফ্যাক্টরি এবং সম্পূর্ণ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান।
সোমবার (৯ মে) সকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এর শেয়ার ট্রান্সফার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষে চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি, ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান সিআইপি, উপ-ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ কুমার কর্মকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুং কেং টেক্সটাইল (বাংলাদেশ) কোং লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক লিন ফেং ফু, পরিচালক সিয়েহ ইয়াং চিন এবং নির্বাহী পরিচালক তপন কুমার মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়সহ বিভিন্ন পর্যায়ের পরিচালক এবং অডিট ফার্ম ও রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাবিব গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব কোম্পানিজ, যার অধীনে সোয়েটার, ডাইং, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিক্স, আইটি, প্যাকেজিং, পোলট্রি, ফিশারিজ এবং ক্যাটল ফার্মসহ বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। এই গ্রুপটি বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ার করুন





Translate Site »